পরিচালক

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি-নির্ভর। এ যুগে সফল হতে হলে শুধু সার্টিফিকেট নয়, চাই বাস্তবভিত্তিক দক্ষতা। ঠিক এই লক্ষ্যেই ২০০৮ সাল থেকে কাজ করে যাচ্ছেন তরুণ সাংবাদিক ও সমাজসেবক শাওন খন্দকার শাহিন। নিজের কর্মসংস্থানের গণ্ডি পেরিয়ে সমাজের পিছিয়ে থাকা, গরিব ও মেধাবী তরুণ-তরুণীদের দক্ষ করে তোলার ব্রত নিয়েই তিনি গড়ে তুলেছেন শাহিন আইটি ইনস্টিটিউট এন্ড ফ্রিল্যান্সিং।

প্রতিষ্ঠানটি 'অফিস ম্যানেজমেন্ট', 'গ্রাফিক্স ডিজাইন', 'ডিজিটাল মার্কেটিং', 'আউটসোর্সিং', 'ভিডিও এডিটিং' সহ বিভিন্ন সময়োপযোগী ও চাহিদাসম্পন্ন ট্রেনিং কোর্স পরিচালনা করে আসছে। বিশেষ করে ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্সগুলো তরুণদের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগী হিসেবে গড়ে তুলছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছেন, হয়েছেন আত্মনির্ভর।

এই ইনস্টিটিউট শুধুই একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়; এটি এক নতুন জীবনের দিশারী, যেখানে অনেকে পেয়েছেন স্বপ্ন দেখার ও সফল হওয়ার সাহস। শাওন খন্দকার শাহিনের এই প্রয়াস নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এই মহান উদ্যোগের জন্য শাহিন আইটি ইনস্টিটিউট এন্ড ফ্রিল্যান্সিং এবং এর কর্ণধারকে জানাই প্রাণঢালা অভিনন্দন। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি যেন আরও মানুষের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে, সেই কামনাই রইল।
-
পরিচালক